
নখদন্ত

মলয় রায়চৌধুরী
নখদন্ত : একটি পোস্টমডার্ন সাতকাহন
ভূমিকা
দেশাচারে খুব দোষ আছয়ে এখন ।
দেশীয় বিদ্যার কেহ করে না যতন ।।
বাঙ্গালা জানিনে বলে বাঙ্গালি হইয়ে ।
মনে-মনে ভাবি কারে কিছু না বলিয়ে ।।
আবকারি, অসভ্যতা, বেশ্যা, অত্যাচার ।
যদেচ্ছা আহার, আর অন্যায় বিচার ।।
অপব্যয় উচুচাল অন্য প্রতি দ্বেষ ।
বোসেচে উচ্ছন্ন দিতে এই বঙ্গদেশ ।।
দেখেও দেখে না য...