দুঃস্বপ্ন

দুঃস্বপ্ন

অতীন বন্দ্যোপাধ্যায়

দুঃস্বপ্ন

Books Pointer Iconঅতীন বন্দ্যোপাধ্যায়
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনবেলা ২৬ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

এক

তবে তুমি এখানে দাঁড়াও আমি দেখছি ভিতরে কেউ আছে কিনা!

সোমা দাঁড়িয়ে থাকল। মনীষ সিঁড়ি ভেঙে ওপরে উঠে যাচ্ছে। সে উঠে যাচ্ছে। সোমা তাকে উঠে যেতে দেখছে। সিঁড়ির বাঁকে মনীষ হারিয়ে গেলে সোমা সংস্কৃত কলেজের পাশে সেই পুরনো বইয়ের দোকানগুলো দেখল। এখানে সে নানাভাবে এসেছে। মনীষের সঙ্গে সামনের দেবদারু গাছটার নিচেই প্রথম আলাপ হয়েছিল।


এখানে এসে সেই প্রথম আলাপের দিনক্ষণগুল...

Loading...