
তৃতীয় পুরুষ

তারাদাস বন্দ্যোপাধ্যায়
| তারাদাস বন্দ্যোপাধ্যায় | |
| উপন্যাস |
পোষ্ট করেছেনতন্নি সরকার১৫ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ভূমিকা
কাজল-এর প্রথম পর্ব প্রকাশিত হয়েছিল উনিশশো সত্তর-এর জুলাই মাসে। তখন বিশ্ববিদ্যালয়ের পঞ্চম বার্ষিক শ্রেণীতে পড়ি। শুরু করেছিলাম আরো অনেক আগে, যখন একাদশ শ্রেণীর ছাত্র। ত্রিশ কী বত্রিশ পাতা লিখে ফেলে রেখেছিলাম। এম.এ. পড়বার সময় সাহিত্যিক মনোজ বসুর প্রেরণায় গরমের ছুটিতে মাত্র দু মাসে লেখাঁটি শেষ করি।
তারপর সাতাশ বছর কেটেছে। এই দীর্ঘ আড়াই দশকেরও বেশি সম...