চেকপোস্ট

চেকপোস্ট

নিমাই ভট্টাচার্য

চেকপোস্ট

Books Pointer Iconনিমাই ভট্টাচার্য
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা২৩ মার্চ ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

০১.

সত্যি কথা বলতে কি এখানে টু পাইস উপরি আয় আছে ঠিকই কিন্তু বড্ড ঝামেলার কাজ। কখন যে কি ঘটে যায় তার কোন ঠিক ঠিকানা নেই। তাই সব সময় টেনশনে থাকতে হয়। কথাগুলো বলে একটু শুকনো হাসি হাসে সামন্ত। আমার দিকে তাকিয়ে হাসে। বোধহয় আমার কাছে সমর্থন বা সমবেদনা চায়।

এত বছর পর ওর সঙ্গে আমার হঠাৎ দেখা। একেবারেই অভাবিত। আমি স্বপ্নেও ভাবিনি হরিদাসপুর চেকপোস্টে ওর সঙ্গে দেখা হবে। কিন্তু সে যাই...

Loading...