
ঘটনার ঘনঘটা

সুনীল গঙ্গোপাধ্যায়
পর্বঃ ০১
চলন্ত বাসের দোতলা থেকে কে যেন ডাকল, নীলু! নীলু!
আমি চমকে উঠে প্রথমে বুঝতেই পারিনি ডাকটা কোথা থেকে এলো। অন্তরীক্ষ থেকে? রাস্তার এদিকে–ওদিকে কোনো মানুষ আমার দিকে তাকিয়ে নেই। এ পাড়ায় আমাকে কারুর চেনবারও কথা নয়। তবে কে ডাকল? দোতলা বাসটা একটু আগেই স্টার্ট নিয়ে বেরিয়ে গেছে, ঐ বাসের জানলায় কারুকে দেখতে পাইনি।
তাহলে কি একটা ডাক শুধু শুধু হাওয়ায় ভে...