গেরিলা ও বীরাঙ্গনা

গেরিলা ও বীরাঙ্গনা

সেলিনা হোসেন

গেরিলা ও বীরাঙ্গনা

Books Pointer Iconসেলিনা হোসেন
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনকমলা কান্ত১৯ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

ঘরের মধ্যে দুভাইবোন অন্য যোদ্ধাদের জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করছে আরও দুজন বয়সী মানুষ।

আকমল হোসেন গেরিলারা কোন পথে ঢুকবে তার হিসাব করছেন। পথের হিসাব। কাগজে আঁকিবুঁকি করে নিজেই একটি ম্যাপ বানিয়েছেন, যেন পথটি সহজেই তাঁর মাথায় থাকে। যেন তিনি চিন্তা করলেই বুঝতে পারবেন গেরিলাদের অবস্থান কোথায়—পথ ও সময় একটি সূত্রে এক হয়ে মিশে থাকবে তার চিন্তায়। আর এই অনুষঙ্গে তিনি স্বস্তি বোধ করবেন।

<...

Loading...