
খেলাঘরের ডাকে

অর্পিতা সরকার
আমায় সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত
”অনেক বড় হও”—এই অনুপ্রেরণা জোগানো মানুষটিকে।
আমার ছোটমাসিমনি
লক্ষ্মী সেনকে।
.
মুখবন্ধ
উপন্যাসের ভূমিকা লেখায় আমি বিশ্বাসী নই। আমি মনে করি উপন্যাসের চরিত্রগুলো ধীরে ধীরে নিজেদের পরিচয় দেবে পাঠকবন্ধুদের। তারা স্বয়ং পরিচয় করবে মনোযোগী পাঠকের সঙ্গে। ধীরে ধীরে একাত্ম করে নেবে নিজেদের সঙ্গে।
”খেলাঘরের...