ট্রেন থেকে আমরা দুই প্রবাসী হাওড়ায় নেমে তারপর বাসে চড়ে এসে পৌঁছলাম যাদবপুর। এ ছাড়া আর যাবই বা কোথায়! যাদবপুর ছাড়া আর তো কোনো জায়গা এত গভীরভাবে চিনি না। সে চেনা ঘামের চোখের জলের রক্তের। হ্যাঁ, শরীর থেকে ঝরে পড়া ফোঁটা ফোঁটা তরল গরম লাল রক্...

হাওড়ায় নেমে তারপর বাসে

মনোরঞ্জন ব্যাপারী
| মনোরঞ্জন ব্যাপারী | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনরিয়া দাস২৪ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ট্রেন থেকে আমরা দুই প্রবাসী হাওড়ায় নেমে তারপর বাসে চড়ে এসে পৌঁছলাম যাদবপুর। এ ছাড়া আর যাবই বা কোথায়! যাদবপুর ছাড়া আর তো কোনো জায়গা এত গভীরভাবে চিনি না। সে চেনা ঘামের চোখের জলের রক্তের। হ্যাঁ, শরীর থেকে ঝরে পড়া ফোঁটা ফোঁটা তরল গরম লাল রক্...