
একদা এক পানশালাতে

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
ভূমিকা
পানশালা, শব্দটা কানে গেলেই মধ্যবিত্ত বাঙালিরা কেউ বা নাক সিঁটকোন, আবার কেউ বা অবগাহন করেন সোনালি স্মৃতিতে৷ কলকাতার পানশালাগুলির সঙ্গে গায়ে-গতরে খেটে খাওয়া বাঙালি, কলমপেষা কেরানি বাঙালি, তথাকথিত বুদ্ধিজীবী বাঙালি, এককথায় বলতে গেলে সুরাপ্রেমী বাঙালিদের সম্পর্ক তিনশো বছরেরও বেশি৷ ব্রিটিশ আমলের পাঞ্চ হাউস থেকে আজকের কলকাতার শীতাতপ নিয়ন্ত্রিত পানশালা, যতই কেউ এ শব্দ নি...