অপরাজিত আনন্দ

অপরাজিত আনন্দ

মতি নন্দী

অপরাজিত আনন্দ

Books Pointer Iconমতি নন্দী
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনদিপা চৌধুরী২৪ জুলাই ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

০১.

হ্যাল…লো অ্যান্ডি রবার্টস, হোয়াটস দ্য ম্যাটার উইথ য়্যু! দাঁড়িয়ে কেন? যাও যাও বল করো।

বলতে বলতেই প্রৌঢ় কোচ নেটের দিকে তীক্ষ্ণচোখে তাকিয়ে চিৎকার করে উঠলেন, পিচের কাছে পা, বলের পিচের কাছে পা এনে ফরোয়ার্ড। মুখ উঠছে। কেন? নির্ভয়ে খেলো। ইয়েস অ্যান্ডি—।


নিচু হয়ে গড়িয়ে আসা বলটা তুলে নিয়ে কোচ ছেলেটির দিকে ছুড়ে দিলেন।


মাত্...

Loading...