
উত্তরণ : শ্রেষ্ঠত্বের পথে সকলে

এ পি জে আবদুল কালাম
| এ পি জে আবদুল কালাম | |
| অনুপ্রেরণা মূলক |
পোষ্ট করেছেনপাঠকের নিবাস১২ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
২০০৭ সালের জুলাইয়ে রাষ্ট্রপতি পদ থেকে অবসর নেওয়ার পর ১০ রাজাজী মার্গ-এর যে-বাড়িতে ড. কালাম বাস করা শুরু করলেন, সেই বাড়িটি তাঁর চাহিদা পূরণ করেছিল সঠিকভাবেই। বাড়ির সামনে ও পিছনে ছিল বড় লন। তার চারধারে ছিল একটি পথ, যেখানে তিনি এক্সারসাইজ়ের প্রয়োজনে হাঁটতে পারতেন। এক-তলায় ছিল একটি আনুষ্ঠানিক অভ্যর্থনা কক্ষ, যার সঙ্গে ছিল একটি কার...