
হুপা

সুনীল গঙ্গোপাধ্যায়
সেবারে আমরা রামপুরহাট বেড়াতে গিয়েছিলাম৷ স্টেশন থেকে পাঁচ-ছ’মাইল দূরে একটা বড় ইস্কুল আছে৷ তখন পুজোর ছুটি, অত বড় ইস্কুল বাড়িটা ফাঁকা, হস্টেলে একটিও ছাত্র নেই৷
আমাদের এক বন্ধু জীবনময় ওই ইস্কুলের ইতিহাসের মাস্টার৷ সে আমাদের চিঠি লিখেছিল, পুজোর সময় এদিকে বেড়াতে চলে এসো না৷ জায়গাটা খুব চমৎকার, খুব ভালো পুঁইশাক আর সজনে ডাঁটা পাওয়া যায়৷ আর রামপুরহাটের বেগুন তো বিখ্যাত৷ আমাদের ঠাকুর ...