
হিরে উধাও রহস্য

সুনীল গঙ্গোপাধ্যায়
| সুনীল গঙ্গোপাধ্যায় | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনশেষ নগরী২১ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ছোটমাসির বাড়ির ছাদে দারুণ এক পিকনিক হল লক্ষ্মীপুজোর রাত্তিরে৷ প্রত্যেক বছরই হয় এরকম, তবে এ বছর অস্ট্রেলিয়া থেকে আমাদের ছোটমামা আসায় আরও জমে গিয়েছিল, ছোটমামা গল্প করতে পারেন৷
ছোটমাসির বাড়ির ছাদটা প্রকাণ্ড৷ তার একটা কোণ তেরপল দিয়ে একটুখানি ঘিরে দিয়ে সেখানে পাতা হয় ইটের উনুন৷ আর ছাদের অন্যদিকে সতরঞ্জি পেতে হারমোনিয়াম নিয়ে গানবাজনা আর আড্ডা৷ সে-রাতে কিন্তু কোনো আলো জ্...