
হাতকাটা রবিন

মুহম্মদ জাফর ইকবাল
| মুহম্মদ জাফর ইকবাল | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনমিতা সাহা২৮ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ভূমিকা
তোমরা কেউ যদি আমাকে জিজ্ঞেস কর আমার সবচেয়ে বড় দুঃখ কি, আমি কি বলব জান? আমি বলব, আমার সবচেয়ে বড় দুঃখ যে আমি বড় হয়ে গেছি! আমার চমৎকার শৈশবটি আমার হাতছাড়া হয়ে গেছে, আর কখনো আমি সেটা ফিরে পাব না।
কিন্তু মজার ব্যাপার হল আমি যখন তোমাদের জন্যে লিখি হঠাৎ হঠাৎ আমার সেই হারিয়ে যাওয়া কৈশোর এসে আমার কাছে ধরা দেয়! মনে হয় আবার আমি ছোট ...