হনুমানের বাল্যকাল

হনুমানের বাল্যকাল

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

হনুমানের বাল্যকাল

Books Pointer Iconউপেন্দ্রকিশোর রায়চৌধুরী
Books Pointer Iconকিশোর সাহিত্য

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৫ জুলাই ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

হনুমানের মায়ের নাম ছিল অঞ্জনা। বানরের স্বভাব যেমন হইয়া থাকে, অঞ্জনার স্বভাবও ছিল অবশ্য তেমনিই। হনুমান কচি খোকা, তাহাকে ফেলিয়া অঞ্জনা বনের ভিতরে গেল, ফল খাইতে। বনে গিয়া সে মনের সুখে গাছে গাছে ফল খাইয়া বেড়াইতে লাগিল, এদিকে খোকা বেচারা যে ক্ষুধায় চ্যাঁচাইতেছে, সে কথা তাহার মনেই হইল না।

Loading...