
সেশেলস্

বুদ্ধদেব গুহ
এমন যে কোনো জায়গা আছে বা থাকতে পারে, তা আমার ধারণা ছিল না৷ হাওয়াই দ্বীপপুঞ্জে গেছি আমি; তবুও৷ প্লেনটা যখন নীচে নামতে লাগল তখন জানালা দিয়ে চেয়ে মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম সবুজ, নীল, গেরুয়া, হলুদ, সাজিমাটি আর পাটকিলে রঙের যে কী সমারোহ—কী বলব! ছোট্ট-ছোট্ট দ্বীপ৷ কোনো স্বপ্নও বুঝি এমন রঙিন বা সুন্দর হয় না! এমন কোনো দ্বীপের কাছে আমার জাহাজ-ডুবি হলে রবিনসন ক্রুসোর মতো নির্বাসনে থাকতে আমার আপত্তি ছিল না...