
সূর্যর দেশে

বুদ্ধদেব গুহ
রানি মাসিমারা সল্টলেকে বাড়ি করেছেন৷ মেসোমশায় রিটায়ার করার পর দিল্লির পাট চুকিয়ে এখন এদিকেই৷ এসে অবধি, যদিও পস্তাচ্ছেন৷ দিল্লির তুলনায় কলকাতাকে এখন সত্যিই গ্রাম বলে মনে হয়৷ কিন্তু এ জীবনের মতো দান দেওয়া হয়ে গেছে৷ এখন আর ফেরার উপায় নেই৷
এক ছেলে এক মেয়ে ওঁদের৷ মেয়ের বিয়ে হয়নি৷ বলে, বিয়ে করবেও না৷ এখন হায়দারাবাদে আছে৷ ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট ঝিনি৷ ছেলে ছোট৷ সে এই পোড়া দেশ সম্বন্ধে বী...