
সাইক্লিস্ট

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
ময়ূখের বেশ পছন্দ হয়ে গেল বাড়িটা৷ চারপাশটা ছায়াময়৷ শালগাছে ঘেরা৷ বাড়ির সামনে থেকে একটা রাস্তা শালবনের গা ঘেঁষে এগিয়ে হারিয়ে গেছে একটা বাঁকের আড়ালে৷ বাঁকের ওপাশে মনে হয় একটা নদী আছে, দূর থেকে চিকচিক করছে জায়গাটা৷ নিঝুম দুপুরে শালের বন থেকে ভেসে আসছে পাতা খসার অস্পষ্ট সরসর শব্দ, কখনো বা নাম-না-জানা পাখির ডাক৷ এর মধ্যেই একলা দাঁড়িয়ে আছে ঢালু ছাদঅলা ছিমছাম ছোট্ট বাড়িটা৷