
সত্যিকারের বাঘ

সুনীল গঙ্গোপাধ্যায়
| সুনীল গঙ্গোপাধ্যায় | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনশেষ নগরী২১ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
পুপলুর বয়স তিন বছর এক মাস, কিন্তু সে রাস্তায় অন্যান্য ছোট ছেলেমেয়ে দেখলেই বলে, ওই যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা খেলা করছে৷ পুপলু এক থেকে দশের বেশি গুনতে পারে না কিন্তু সে হাজারিবাগে গিয়ে এক হাজারটা বাঘ দেখতে চায়৷
পুপলু আগে ছবিতে পাহাড় দেখেছিল৷ এবার সে সত্যিকারের পাহাড় দেখল৷ মায়ের কোলে না উঠেই সিঁড়ি দিয়ে উঠে গেল ক্যানারি হিলের চুড়োয়৷ তখন থেকে তার ধারণা হল, সব পাহাড...