
লাওয়ালঙের বাঘ

বুদ্ধদেব গুহ
‘ঋজুদার সঙ্গে সীমারিয়ার ডাকবাংলোয় আজ রাতের মতো এসে উঠেছি৷ আমরা যাচ্ছিলাম কাড়গুতে, চাতরার রাস্তায়; কিন্তু কলকাতা থেকে একটানা জিপ চালিয়ে এসে গরমে সবাই কাবু হয়ে পড়েছিল বলে রাতের মতো এখানেই থাকা হবে বলে ঠিক করল ঋজুদা৷
সবাই বলতে, ঋজুদা, অমৃতলাল আর আমি৷
এখন রাত আটটা হবে৷ শুক্লপক্ষ৷ বাইরে ফুটফুট করছে জ্যোৎস্না৷ চৌকিদার হ্যারিকেন জ্বালাবার তোড়জোড় করছিল, ঋজুদা বলল, ‘তুমি বাবা আমাদের একটু ...