
রায়বাড়ির কালো চাঁদিয়াল

সুনীল গঙ্গোপাধ্যায়
| সুনীল গঙ্গোপাধ্যায় | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনশেষ নগরী২১ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
তপন বলল, চল, নাজিরের দোকানে যাবি?
শুনে আমার লোভও হল আবার ভয়ও হল৷ নাজিরের দোকান সেই ফড়েপুকুরে৷ অতদূরে যেতে হলে মাকে জিজ্ঞেস করতে হবে৷ আর জিজ্ঞেস করলেই মা বলবে, না৷
তপন বলল, কীরে, যাবি তো বল৷ নাহলে আমি একাই যাব৷
তপনের বাবা-মা থাকেন জলপাইগুড়িতে আর ও থাকে এখানে মামাবাড়িতে৷ মামারা ওকে খুব আদর দেন বলে ও ইচ্ছে মতন ঘোরাঘুরি করতে পারে৷
আমার বাবা বলে দিয়েছেন, স্কুলে যতদিন ...