
মাকড়সা ভূতের গপ্পো

নবনীতা দেবসেন
| নবনীতা দেবসেন | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনশেষ নগরী১২ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
এক গ্রামের এক শিবমন্দিরে একটা ভূত ছিল। যে সে ভূত নয়, মাকড়সা—ভূত! সে দিনের বেলায় এমনি নিরীহ ছোট্ট মাকড়সাটি, আর রাত্রির হলেই ভয়ংকর হিংস্র ছ’পেয়ে ভূত। দিনের বেলায় সে কেবল পোকামাকড় ধরে খায়। আর রাত্রে ধরে জীবজন্তু, পাখি—পাখালি—এমনকি মানুষ পর্যন্ত তার যাদুর ফাঁদে ধরা পড়ে যায়। সে তাদের হাড়গোড় পর্যন্ত খেয়ে ফেলে। চিহ্ন থাকে না। সেই শিবমন্দিরে কেউ আর পুজো দিতে যায় না। বেচারা ...