
মহীদাদুর এন্টিডোট

দীপান্বিতা রায়
| দীপান্বিতা রায় | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনমিতা সাহা১৫ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
বাড়ি ফিরতে আজ একটু দেরিই হয়েছে নয়নের। তার সাড়ে তিনশো তলার ব্যালকনির গ্যাংওয়েতে এয়ার ক্যাবটা যখন দাঁড়াল, তখন হাতের সোলার ওয়াচের দিকে তাকিয়ে নয়ন দেখল প্রায় আটটা বাজে। খিদে পাচ্ছে বেশ। সাধারণত ল্যাবরেটরি থেকে বেরনোর আগে সে হালকা স্ন্যাকস খেয়ে নেয়। কিন্তু আজ খাওয়া হয়নি। আসলে বেশ খানিকটা অন্যমনস্ক ছিল বলেই হয়তো খাওয়ার ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। কিন্তু এখন সেটা পেটের ভি...