
ভয়ংকর স্বীকারোক্তি

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
| হিমাদ্রিকিশোর দাশগুপ্ত | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনবেলা ২৭ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
দর্শকাসনের প্রথম সারিতে বসে খেলা দেখছিলেন অনিরুদ্ধ৷ রয়্যাল ইন্ডিয়ান সার্কাসের এদিনের শেষ শো চলছে৷ রাত প্রায় ন’টা বাজে৷ পাড়াগাঁয়ে রাত ন’টা মানে বেশ রাত৷ তার ওপর আবার উত্তরবঙ্গের শীতের রাত৷ আর কিছুক্ষণের মধ্যেই খেলা ভেঙে যাবে৷ ট্রাপিজের খেলা, জোকারের লোক হাসানো, বাইক আর জিপের শূন্যে লাফানো—এই ধরনের সব খেলা৷ সামান্য কিছু পশুপাখি অবশ্য আছে৷ বিভিন্ন প্রজাতির কয়েকটা ছোট-বড় কুকুর,...