
ভালোবাসা

সুনীল গঙ্গোপাধ্যায়
তপনের আজকাল প্রায়ই মন খারাপ থাকে। প্রায়ই সে একা একা দাঁড়িয়ে থাকে জানলায়, অথবা ছাদে উঠে ঘুরে বেড়ায়, আর মনে হয়, পৃথিবীতে আমাকে কেউ ভালোবাসে না।
তা যদিও সত্যি নয়, বাবা—মা তাকে খুব ভালোবাসে, আর ছোট মাসি তো এলেই তাকে কত আদর করেন। দাদা তাকে মাঝে মাঝে খুব বকুনি দেয় বটে, দাদার বই—পত্তরে হাত দিলে খুব চটে যায়, কিন্তু দাদাও তো তাকে চকোলেট কিনে দেয়, মুড়ি কেনার পয়সা দেয়। আর তাদের বুড...