
বৃষ্টির দিনে মনে মনে

বুদ্ধদেব গুহ
এবারে বর্ষা প্রথম থেকেই জাঁকিয়ে বসেছে এসে৷ এবং জুলাইয়ের শেষেই নদী, খাল-বিল ভরে গেছে—তাই সেপ্টেম্বরের শেষে কী যে হবে, তা ভাবার৷
বর্ষা কখনও অতিবর্ষণ, প্লাবন এবং সর্বগ্রাসী খরস্রোতা নদীর বন্যায় তাণ্ডব করে বটে, কিন্তু তবু বলব বর্ষার মতো ঋতু নেই৷ রবীন্দ্রনাথ যত গান বর্ষার উপর লিখে গেছেন, তত গান আর কোনো ঋতুর উপরেই লেখেননি৷
যখনই বৃষ্টি পড়ে, আমার অফিস যেতে একেবারেই ইচ্ছে করে না; কোনো কাজ...