
বিল্টুদের বাড়ির সবাই

সুনীল গঙ্গোপাধ্যায়
| সুনীল গঙ্গোপাধ্যায় | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনশেষ নগরী২১ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
বারান্দায় বসে একটা গল্পের বই পড়ছে বিল্টু৷ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ডিটেকটিভ গল্প৷ ধরলে আর ছাড়া যায় না৷
বিল্টুর বয়েস এখন এগারো৷ এখন সে একটা-দুটো বড়দের বইও পড়তে শুরু করেছে৷ তবে বঙ্কিমচন্দ্রের ‘আনন্দমঠ’ পড়ার চেষ্টা করেছিল, সেটা বেশ শক্ত লেগেছে, শেষ করতে পারেনি সবটা৷ আর একখানা বড়দের বই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’ সে শেষ করে ফেলেছে, এক জায়গায় তার কান্নাও পে...