
পার্বতীপুরের রাজকুমার

সুনীল গঙ্গোপাধ্যায়
| সুনীল গঙ্গোপাধ্যায় | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনশেষ নগরী২১ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
পার্বতীপুর স্টেশনে নেমেই সুজয়ের গাটা ঝাঁ ঝাঁ করে উঠল৷ দু’চোখের কোন জ্বালা করতে লাগল৷ একটু একটু আঙুলের ডগাও ভোঁতা ভোঁতা লাগল৷ জুন মাসের দুপুর, গনগন করছে রোদ, তাও সুজয়ের হঠাৎ শীত লাগল৷ জ্বর আসবার সময়ে এই রকম হয়৷
স্টেশনটা ছোটখাটো, অতি সাধারণ৷ বাবা ট্রেন থেকে মালপত্র নামাচ্ছেন, মা আর দিদি একপাশে দাঁড়িয়ে বাক্স-প্যাঁটরা গুনছে৷ সুজয় একটু দূরে সরে গেল৷ ধ্যুৎ, বেড়াতে এসে জ্বর হবার কোনো ...