
পঞ্চম শক্তি

সুনীল গঙ্গোপাধ্যায়
বিকেলবেলাটা যে এমন সুন্দর ঝকঝকে হয়ে উঠবে, আশাই করিনি। সকাল থেকে ছিল একঘেয়ে বৃষ্টি আর কুয়াশা। আর সে কি ঘন কুয়াশা! আমাদের দেশে এমন কুয়াশা কখনো দেখিনি। চার—পাঁচ হাত দূর থেকে একটা গাড়ি চলে গেলেও বোঝা যায় না।
ছুটির দিন। ভাস্কর আমাকে এক জায়গায় বেড়াতে নিয়ে যাবে বলেছিল। কিন্তু সকাল বেলা ওই রকম আবহাওয়া দেখে মনে হয়েছিল, এর মধ্যে আর কোথাও বেরুনো যাবে না। তিন দিন আগে আমি ভাস্করের লন্ড...