নীল মানুষের পরাজয়

নীল মানুষের পরাজয়

সুনীল গঙ্গোপাধ্যায়

নীল মানুষের পরাজয়

Books Pointer Iconসুনীল গঙ্গোপাধ্যায়
Books Pointer Iconকিশোর সাহিত্য

পোষ্ট করেছেনশেষ নগরী২২ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

শেষ রাতের দিকে দারুণ ঝড়—বৃষ্টি আরম্ভ হল হঠাৎ। শীতকাল, এ সময় এরকম বাদলা হওয়ার কথা নয়া রণজয় আর গুটুলির ঘুম ভেঙে গেল। পাহাড়ের গায়ে একটা ছোট মতন গুহাকে ওরা বড়ো করে নিয়েছে, সেটাই এখন ওদের বাড়ি। রণজয় অন্য জায়গা থেকে একটা বড়ো পাথর এনে গুহার মুখটা আড়াল করে রেখেছে, বাইরে থেকে কিছু দেখা যায় না।

ঝড়ের শব্দে ঘুম ভেঙে যাবার পর গুটুলি প্রথমে উঠে এসে বাইরে একটু উঁকি মারলো। মড় মড় করে ...

Loading...