
দেবেনবাবুর দাঁত

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
| হিমাদ্রিকিশোর দাশগুপ্ত | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনবেলা ২৭ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
পাহাড়ী পথে হাঁটতে বেশ ভালোই লাগছিল দেবেনবাবুর৷ বেশ কিছুটা নীচে ছবির মতো গ্যাংটক শহরটা দেখা যাচ্ছে৷ চারপাশে সবুজ পাহাড় আকাশের দিকে মুখ তুলে দাঁড়িয়ে আছে৷ সূর্য অস্ত গেছে একটু আগে৷ তার লাল আভাটুকু এখনও জেগে আছে পাহাড়ের মাথায়৷ মৃদু ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে৷ নির্জন পথে শুধু বাতাসের কানাকানি৷ দেবেনবাবু আগে কোনোদিন পাহাড়ে আসেননি৷ সত্যি কথা বলতে কি, ছেলেবেলায় একবার বাবা-মা’র সাথে পুরী বে...