
দুঃখীরাম

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
| উপেন্দ্রকিশোর রায়চৌধুরী | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৫ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
দুঃখীরাম খুব গরীব ঘরের ছেলে ছিল। সকলে তাহাকে দুঃখীরাম বলিয়া ডাকিত, কিন্তু তাহার এর চাইতে ঢের ভাল একটা নাম ছিল-সেটা আমি ভুলিয়া গিয়াছি।
দুঃখীরামের যখন দুই বৎসর বয়স, তখন তাহার মা-বাপ মরিয়া গেল। পৃথিবীতে তাহার আপনার বলিতে আর কেহই ছিল না, খালি ছিল মামা কেষ্ট। দু বছরের ছেলে দুঃখীরাম মামার খবর কিছুই জানিত না, তাহার মামাও তাহার কোন খবরই লইল না। কাজেই পাড়ার লোকেরা দয়া করিয়া তাহাকে মানুষ করিতে...