
থ্রোশীয় ছোরা

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
১
পাথুরে ধাপ ভেঙে ক্রাসাস আমাদের এনে দাঁড় করাল গ্যালারির নির্দিষ্ট একটা জায়গাতে৷ বেশ উঁচু জায়গা৷ নীচ থেকে অন্তত ষাট ফুট হবে৷ বিশাল গ্যালারির অন্য জায়গার মতো এ জায়গা উন্মুক্ত নয়৷ সামনে অনুচচ রেলিং আর মাথার ওপর ছাদ আছে৷ প্রাচীন যুগের পাথুরে স্তম্ভ ধরে রেখেছে ছাদকে৷ তার মধ্যে একটা চেয়ার কারুকাজ করা সিংহাসনের মতো বিশাল৷ মহাকাল তাতে এখনও থাবা বসাতে পারেনি৷ আপন গাম্ভীর্যমন্...