বসন্তকালের এক বিকেলে একটি ট্যাক্সি এসে থামল রূপমঞ্জরীর মূল গেটের সামনে৷ ট্যাক্সি থেকে বেরিয়ে এল এক অপূর্ব সুন্দরী তরুণী৷ দীর্ঘাঙ্গী এবং তন্বী৷ ট্যাক্সির ভাড়া মিটিয়ে লম্বা শ্বাস নিল সে৷ ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহের বিকেলের হাওয়ায় আমের বোলের গন্ধ মেশানো থাকে৷ মেয়েটি বেশ কয়েকবার জোরে জোরে শ্বাস টানল৷ এই গন্ধ তাকে বরাবর পাগল করে দেয়৷ তার পরনে ডেনিম ব্লু জিন্স আর রেড কুর্তি৷ পিঠ...