
তেপান্তর

সুনীল গঙ্গোপাধ্যায়
আকাশে একবার মেঘ ডাকতেই আমার বুকটাও গুড়গুড় করে উঠল৷ রবি কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? এরপর যে ঝড়-বৃষ্টি শুরু হলে কিছুই দেখতে পাব না৷
অনেকদিন থেকেই রবি আমাকে বলছিল, একদিন সে আমাকে একটা প্রজাপতির দেশ দেখাবে৷ একবার সে নৌকোয় করে যেতে-যেতে তিন বাঁকের চরে হাজার হাজার প্রজাপতি দেখেছে, ছোট, বড়, মাঝারি নানারকমের, এক একটা প্রজাপতি নাকি ঘুড়ির মতন প্রকাণ্ড৷ তিন বাঁকের চরে অনেক সূর্যমুখী ফুল ফোটে...