
তৃতীয় চক্ষু

সুনীল গঙ্গোপাধ্যায়
হল্যাণ্ডের অ্যামস্টারডাম শহরে আছে পৃথিবী বিখ্যাত হীরের বাজার। সেখানে সারি সারি দোকানে যে কত কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে তার ঠিক নেই।
সেই বাজারের সবচেয়ে বড় দোকানটির সামনে একদিন দুপুরবেলা একটি কালো রঙের ভ্যান থামলো। তার পিছন দিকের দরজা খুলে লাফিয়ে নামলে চারজন অটোমেটিক রাইফেলধারী গার্ড। তারা দোকানটির দরজার দু’দিকে এমন ভাবে অস্ত্র উঁচিয়ে দাঁড়ালো যে, মনে হলো তক্ষুনি কেউ ...