
তিউমা

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
নাথুলা পাস থেকে গ্যাংটকে ফেরার জন্য রওনা হতেই নতুন মার্শাল জিপটা যে হঠাৎ বিগড়ে যাবে, তা আমরা কেউ ভাবিনি৷ তিন বন্ধু কলকাতা থেকে সিকিম বেড়াতে এসেছি৷ পাহাড়ি রাস্তা বলে গ্যাংটকের স্ট্যান্ড থেকে বেশি ভাড়া দিয়ে ঝকঝকে গাড়ি ভাড়া নিয়েছিলাম৷ তবু বিপত্তিটা হল! ড্রাইভার ছেলেটা সিকিমিজ, নাম তাশি৷ আমাদেরই সমবয়সি৷ অর্থাৎ তারও বয়স চবিবশ-পঁচিশ হবে৷ সেও বেশ বিব্রত ব্যাপারটাতে৷
<...