জোনস

জোনস

বুদ্ধদেব গুহ

জোনস

Books Pointer Iconবুদ্ধদেব গুহ
Books Pointer Iconকিশোর সাহিত্য

পোষ্ট করেছেনবেলা ০৭ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

এক সময় এই জায়গাটায় অনেক অ্যাংলো ইন্ডিয়ানদের বাস ছিল৷ তাদের মধ্যে অধিকাংশই হয় অস্ট্রেলিয়া, নয় অন্যত্র এখন চলে গেছে৷ যে স্বল্প ক’জন আছে তাদেরও বয়স হয়েছে অনেক৷ বিদেশ থেকে পাঠানো ছেলেমেয়েদের টাকাতেই তাদের কোনওরকমে চলে৷ যেরকম চলে তা না চলারই মতো৷ অধিকাংশরই বয়েস হয়েছে অনেক, তবুও জায়গাটা খুব স্বাস্থ্যকর বলে অধিবাসীদের বয়স বোঝা যায় না৷ এঁরা বলেন, ‘‘হেয়ার উই হ্যাভ ওনলি দ্য এয়ার অ্যান্ড ওয়াটার৷’’

<...
Loading...