
চন্দ্রদেবতার মূর্তি

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
| হিমাদ্রিকিশোর দাশগুপ্ত | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনশেষ নগরী০৪ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
সমুদ্রের তটরেখা বরাবর গাড়িটা ছোটাচ্ছিল অতনু৷ তার পাশে বসে আছেন মিউজিয়ামের অধিকর্তা ডক্টর বিনায়ক মাথুর৷ কিছুটা তফাতেই সমুদ্রের উচ্ছল তরঙ্গরাশি এসে ছুঁয়ে যাচ্ছে তটরেখা৷ সেদিকেই তাকিয়ে ছিলেন মাথুর৷ গতকাল সারারাত এভাবেই সমুদ্রতট বরাবর গাড়ি চালিয়ে এসেছে অতনু৷ গন্তব্য তার জানা নেই৷ মাথুর সাহেব যেমন বলছেন তেমনই এগোচ্ছে সে৷ এদিকের পথঘাটও তেমন চেনা নেই তার৷ মাসখানেক আগে আমেদাবাদের ম...