
গণেশের মূর্তি

শীর্ষেন্দু মুখোপাধ্যায়
| শীর্ষেন্দু মুখোপাধ্যায় | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনদিশা বিশ্বাস০৩ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
মহাদেববাবু মানুষটি বড়ো ভালো। দোষের মধ্যে তিনি গরিব। নুন আনতে পান্তা ফুরোয়। আর সেইজন্য বাড়িতে তাঁকে যথেষ্ট গঞ্জনা সহ্য করতে হয়। তাঁর স্ত্রী মনে করেন ভালোমানুষির জন্য মহাদেববাবু কোনো উন্নতি করতে পারলেন না। একটা দোকানে সামান্য কর্মচারীর কাজ করেন তিনি। সামান্য যা পান তা থেকেও গরিব—দুঃখীকে সাহায্য করেন। কেউ ধার—টার করলে শোধ চাইতে পারেন না। দুষ্টু লোকেরা তাঁকে ঠকানোরও চেষ্টা করে। মহাদেববাবু ভা...