
খাওয়া দাওয়ার গল্প

প্রফুল্ল রায়
| প্রফুল্ল রায় | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনদিশা বিশ্বাস২৪ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
নকুড়চন্দ্র চাকলাদারকে তোমরা চেনো না। চেনার কথাও নয়। তিনি তো আর আব্রাহাম লিঙ্কন, গান্ধীজি, নেতাজী কি রবীন্দ্রনাথের মতো বিখ্যাত কেউ নন।
আমিও তাঁকে চিনতাম না। দু মাস আগে পাটনা থেকে বদলি হয়ে যেই তিনি আমাদের অফিসে এলেন তার তিন দিনের মধ্যে জানতে পারলাম তিনি এসে গেছেন।
আমাদের অফিসটা বিরাট। পেল্লায় একখানা সাত তলা বাড়িতে ছ’শো লোক কাজ করে। আমার ঘর চার তলায়।
খবর রটে গ...