
কুৎসিত সুন্দর

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
| হিমাদ্রিকিশোর দাশগুপ্ত | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনশেষ নগরী০৪ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
সারা রাত্রের যাত্রা শেষে বেলা দশটা নাগাদ স্টেট বাসটা তন্ময়কে নামিয়ে দিল অক্রুরগঞ্জের মোড়ে৷ বাস থেকে নেমে চারপাশে তাকিয়ে বেশ অবাক হয়ে গেল তন্ময়৷ সে ভেবেছিল জায়গাটার নামের সঙ্গে যখন ‘গঞ্জ’ শব্দটা আছে তখন এ-জায়গাটা শহর না হলেও অন্তত গঞ্জ হবে৷ কিন্তু কোথায় কী! বাস-রাস্তার দু-পাশে যতদূর চোখ যায় ততদূরই পতিত জমি৷ আর তার মাঝে মাঝে কোথাও কোথাও শিরিষ-শাল-সেগুনের বড়ো বড়ো গাছের জঙ্গল৷ উত্তরব...