
কুসুম্ভার কারুয়া

বুদ্ধদেব গুহ
হাজারিবাগ শহর থেকে টুটিলাওয়া এবং সিমার-এর দিকে যে রাস্তা চলে গেছে সেই রাস্তাতেই কবরখানা পেরিয়ে ডানদিকে সবুজ মেঘের মতো খুব উঁচু গোঁন্দা বাঁধ দেখা যায়৷ সেই বাঁধ গোঁন্দার রাজার তৈরি৷ বাঁধের ওপাশে যে কী আছে তা দেখা হয়ে ওঠেনি আমাদের৷ কিন্তু সেখানে রাস্তার পাশে একটি কাঠের স্তম্ভের উপরে লেখা আছে বনাদাগ৷ লাল মাটির এবড়ো-খেবড়ো রাস্তা দিয়ে তিন কিলোমিটারের মতো গেলে একটি বস্তিতে পৌঁছানো যেত, যে বস্তির না...