
কিউই

সুনীল গঙ্গোপাধ্যায়
নিউজিল্যান্ডের একটি অদ্ভুত কৌতূহলী পাখির নাম কিউই। একে অদ্ভুত বলছি বিশেষ কয়েকটি কারণে। ডানাহীন পাখির কথা ভাবা যায় না। অথচ সত্যি সত্যি এই পাখির ডানা নেই, এমনকি লেজও নেই। এদের লম্বা ঠোঁট, ঠোঁটের শেষভাগে নাসারন্ধ্র। এদের বড় বড় পায়ের পাতা। সারা শরীরে এদের পশুর বড় বড় লোমের মতো পালকে ঢাকা থাকে। শরীরের রঙ অনুজ্জ্বল বাদামী। স্ত্রীকিউই পুরুষকিউই—এর চেয়ে আকারে বড়। সাধারণত স্ত্রীকিউ...