
কনয়্যাকের দেশে

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
| হিমাদ্রিকিশোর দাশগুপ্ত | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনশেষ নগরী০৪ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
পাথুরে রাস্তা বেয়ে খুব সাবধানে এগোচ্ছিল আভাসদের গাড়িটা৷ পিছল রাস্তা৷ মাঝে মাঝেই নাম-না-জানা ঝোরার জল রাস্তা ভাসিয়ে নেমে গেছে আরও নীচের দিকে৷ বর্ষার সময় নাকি এই সব ছোটো-ছোটো ঝরনাগুলোই প্রায় জলপ্রপাতের চেহারা নেয়৷ তখন আর এ রাস্তায় গাড়ি চলে না৷ অবশ্য এমনিতেই এ রাস্তায় গাড়ি চলাচল নেই৷ গত দু-ঘণ্টার মধ্যে উলটো দিক থেকে আসা মাত্র দুটো গাড়ি চোখে পড়েছে আভাস আর স্মিথের৷ একটা বর্ডার আর্মি ট...