
একদম রূপকথা

সুনীল গঙ্গোপাধ্যায়
বাবলুর ছোটমামার একটু ডান দিকে বেঁকে যাওয়ার দোষ আছে। তাঁর শরীরটা ডান দিকে বেঁকে যায় না, শরীর ঠিকই থাকে, কিন্তু একটু অন্যমনস্ক হলেই ডান দিক ছাড়া অন্য কোনো দিকের কথা তাঁর মনেই পড়ে না। বেলগাছিয়া থেকে ট্যাক্সি করে হয়তো যাচ্ছেন কলেজ স্ট্রীটে, শ্যামবাজারে এসে ড্রাইভার যেই জিজ্ঞেস করল, ‘আভি কিধার সাব?’ ছোটমামা অমনি বললেন, ‘ডাইনা!’ ব্যস, চলে গেলেন টালার দিকে। খানিক বাদে রাস্তার পাশে একটা বিরাট ...