
আত্মা ভুক

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
বিকেলের শেষ ট্রেনটা চলে গেলে অপরেশের কাজের চাপ কমে যায়৷ তিনি চলে আসেন ডাক্তার শাসমলের চেম্বারে৷ বিকেলের দিকে রুগি তেমন হয় না৷ ঘণ্টাখানেক গল্পগুজবের পর অপরেশ আবার স্টেশনে ফিরে যান৷ কলকাতা থেকে অনেকদূরে বাংলা-বিহার সংলগ্ন হল্ট স্টেশনের প্রায় পাণ্ডববর্জিত জায়গাতে কথা বলার তেমন লোকজন নেই৷ ডাক্তারির বাইরে নানা বিচিত্র বিষয়ে পড়াশোনা আছে ডাক্তার শাসমলের৷ তাঁর সঙ্গে আড্ডায় সময়টা ক...