
ইতিহাসে শিবাজীর স্থান ১৪
যদুনাথ সরকার
| যদুনাথ সরকার | |
| ইতিহাস ও সংস্কৃতি |
পোষ্ট করেছেনহিয়া মজুমদার০৯ সেপ্টেম্বর ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
শিবাজীর কীর্ত্তির আলোকে ভারতবর্ষের গগন উদ্ভাসিত হইয়াছিল। উত্তর ও দক্ষিণ ভারতের চক্রবর্ত্তী সম্রাট্ শাহানশাহ্ আওরংজীব অতুল ঐশ্বর্য্য ও বিপুল সৈন্যবলের অধিকারী হইয়াও বিজাপুর-রাজ্যের জাগীরদারের এই ত্যাজ্যপুত্রকে কিছুতেই দমন করিতে পারিলেন না। মাঝে মাঝে যখন তাঁহার প্রকাশ্য দরবারে দাক্ষিণাত্যের সংবাদ পড়িয়া শুনান ...