আলোকে আঁধারে

আলোকে আঁধারে

নীহাররঞ্জন গুপ্ত

আলোকে আঁধারে

Books Pointer Iconনীহাররঞ্জন গুপ্ত
Books Pointer Iconগোয়েন্দা সমগ্র

পোষ্ট করেছেনবেলা ২৭ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

০১. প্রস্তাবটা তুলেছিল সজলই

প্রস্তাবটা তুলেছিল সজলই প্রথমে যে, একটা দিন সকলে মিলে বটানিকসে গিয়ে হৈ চৈ করে কাটানো যাক।

এবং প্রস্তাবটা তুলেছিল সে মিত্রানীর কাছে এসে তার বাড়িতে এক সকালে। বেলা তখন নয়টা সোয়া নয়টা হবে। কিন্তু শেষ পর্যন্ত তারই সেই আনন্দ উৎসবে যোগ দেওয়া হয়ে ওঠেনি। ছুটি না শেষ হতেই তাকে চলে যেতে হয়েছিল। বৎসর তিনেক হবে প্রায় সজল কলকাতায় ছিল না। সেকেন্ড ডিভ...

Loading...