অহল্যা ঘুম

অহল্যা ঘুম

নীহাররঞ্জন গুপ্ত

অহল্যা ঘুম

Books Pointer Iconনীহাররঞ্জন গুপ্ত
Books Pointer Iconগোয়েন্দা সমগ্র

পোষ্ট করেছেনশেষ নগরী০৩ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

০১. তখনও সানাইয়ে বাজছে মধুর ইমন কল্যাণ

তখনও সানাইয়ে বাজছে মধুর ইমন কল্যাণ। মধ্যরাত্রির স্তব্ধতায় সানাইয়ের ক্লান্ত রাগিণী মিলন-রাত্রির কথাই জানিয়ে দিচ্ছিল।

নিমন্ত্রিতের দল একে একে চলে গিয়েছে। শূন্য বিরাট প্যাণ্ডেলটায় জ্বলছে চোখ-ধাঁধানো শক্তিশালী বিদ্যুত্বাতিগুলো। সারি সারি তখন সাজানো রয়েছে টেবিল-চেয়ারগুলো। এখানে-ওখানে ফুলের মালা আর ছিন্ন পাপড়ি ছড়িয়ে রয়েছে, উৎসবের চিহ্ন।।

Loading...